Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

অফিসের নাম : শ্রম কল্যাণ কেন্দ্র,চাষাড়া,নারায়নগঞ্জ।

অবস্থান: নারায়নগঞ্জ ,চাষাড়া ৪২/৪৩ নবাব সলিমুল্লাহ  রোডে   অবস্থিত ।

পটভূমি :   শ্রম অধিদপ্তর স্থাপিত হয়েছিল ব্রিটিশ ভারত বিধির মাধ্যমে। প্রাথমিক ভাবে রাস্ট্রীয়  হিসাবে দায়িত্ব ছিল শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা সহ শ্রমিক মালিকের মধ্যে সুসম্পর্ক স্থাপন। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে ৩২ টি শ্রম কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে । নারায়নগঞ্জ, চাষাড়া শ্রম কল্যাণ কেন্দ্রটি বিগত ১৯৬১ ইং সনে নারায়নগঞ্জ ,চাষাড়া নবাব সলিমুল্লাহ রোডে মোট ১ একর জায়গার উপর প্রতিষ্ঠিত  হয় ।  নারায়নগঞ্জ,চাষাড়ার শিল্প এলাকায় অবস্থিত শ্রম কল্যাণ কেন্দের ১ তলা ভবনটি  ১৫ শতাংশ জমির উপরে অবস্থিত। ১৯৬১ সালে শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবহারের জন্য তৎকালীন “লেবার কমিশনার” এর নামে (বর্তমানে মহাপরিচালক, শ্রম অধিদপ্তরের নামে) বরাদ্দ প্রদান করা হয়। উক্ত ভবনটি প্রশাসনিক কার্যক্রম, চিকিৎসা  সেবা ,পরিবার পরিকল্পনা সেবা  ও বিনোদন মূলক সেবার  জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু  অফিস ভবনটির বর্তমান অবস্থা খুবই নাজুক, বিধায় শ্রম কল্যান কেন্দ্রের জমির উপর নির্মিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন  অধিদপ্তরের অফিস ভবনের ৩য় তলার  ৪টি রুম শ্রম কল্যান কেন্দ্র,চাষাড়া,নারায়নগঞ্জ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কার্যক্রম:  প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দপ্তর ,নারায়নগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলের  শিল্প প্রতিষ্ঠান/কলকারখানায় নিয়োজিত শ্রমিকদের জন্য চিকিৎসা ব্যাবস্থা খেলাধুলা ,পাঠাগার ,বিনোদনমূলক সেবা ও শ্রমিক শিক্ষা প্রশিক্ষন কোর্স প্রভৃতি সুযোগ সুবিধা এবং ২ জন এম.বি.বি.এস চিকিৎসকের মাধ্যমে  শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের  বিনা পয়সায় চিকিৎসা এবং প্রয়োজনীয় ঔষধ, পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ ও জন্মনিওন্ত্রন সামগ্রী বিতরন সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে শ্রমিক ও তাদের পরিবারের  সদস্যদের চিকিৎসা , মৃত্যুজনিত দুর্ঘটনা, এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক অনুদান প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে থাকে।